1
ইফিষীয় ৫:1-2
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। আর প্রেমে চল, যেমন খ্রীষ্টও তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশে, সৌরভের নিমিত্ত, উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন।
Compare
Explore ইফিষীয় ৫:1-2
2
ইফিষীয় ৫:15-16
অতএব তোমরা ভাল করিয়া দেখ, কিরূপে চলিতেছ; অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চল। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ।
Explore ইফিষীয় ৫:15-16
3
ইফিষীয় ৫:18-20
আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে; কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও; গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্তনে পরস্পর আলাপ কর; আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশে গান ও বাদ্য কর; সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর
Explore ইফিষীয় ৫:18-20
4
ইফিষীয় ৫:17
এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি, তাহা বুঝ।
Explore ইফিষীয় ৫:17
5
ইফিষীয় ৫:25
স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম কর, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন
Explore ইফিষীয় ৫:25
6
ইফিষীয় ৫:8
কারণ তোমরা এক সময়ে অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ
Explore ইফিষীয় ৫:8
7
ইফিষীয় ৫:21
খ্রীষ্টের ভয়ে একজন অন্য জনের বশীভূত হও।
Explore ইফিষীয় ৫:21
8
ইফিষীয় ৫:22
নারীগণ, তোমরা যেমন প্রভুর, তেমনি নিজ নিজ স্বামীর বশীভূত হও।
Explore ইফিষীয় ৫:22
9
ইফিষীয় ৫:33
তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মত প্রেম কর; কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে।
Explore ইফিষীয় ৫:33
10
ইফিষীয় ৫:31
“এই জন্য মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং সেই দুই জন একাঙ্গ হইবে।”
Explore ইফিষীয় ৫:31
11
ইফিষীয় ৫:11
আর অন্ধকারের ফলহীন কর্ম সকলের সহভাগী হইও না, বরং সেইগুলির দোষ দেখাইয়া দেও।
Explore ইফিষীয় ৫:11
Home
Bible
Plans
Videos