1
উপ ৩:1
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
সকল বিষয়েরই সময় আছে, ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল ও মরণের কাল
Compare
Explore উপ ৩:1
2
উপ ৩:2-3
রোপণের কাল ও রোপিত বীজ উৎপাটনের কাল; বধ করিবার কাল ও সুস্থ করিবার কাল
Explore উপ ৩:2-3
3
উপ ৩:4-5
ভাঙ্গিবার কাল ও গাঁথিবার কাল; রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল; বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল; প্রস্তর নিক্ষেপ করিবার কাল ও প্রস্তর সংগ্রহ করিবার কাল; আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল; অন্বেষণ করিবার কাল ও হারাইবার কাল
Explore উপ ৩:4-5
4
উপ ৩:7-8
ছিঁড়িবার কাল ও সিঙ্গাইবার কাল; নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল; প্রেম করিবার কাল ও দ্বেষ করিবার কাল; যুদ্ধের কাল ও সন্ধির কাল।
Explore উপ ৩:7-8
5
উপ ৩:6
রক্ষণের কাল ও ফেলিয়া দিবার কাল
Explore উপ ৩:6
6
উপ ৩:14
আমি জানি, ঈশ্বর যাহা কিছু করেন, তাহা চিরস্থায়ী; তাহা বাড়াইতেও পারা যায় না, কমাইতেও পারা যায় না; আর ঈশ্বর তাহা করিয়াছেন, যেন তাঁহার সম্মুখে মনুষ্যগণ ভীত হয়।
Explore উপ ৩:14
7
উপ ৩:17
আমি মনে মনে বলিলাম, ঈশ্বরই ধার্মিকের ও দুষ্টের বিচার করিবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের নিমিত্ত এবং সমস্ত কর্মের নিমিত্ত বিশেষ কাল আছে।
Explore উপ ৩:17
Home
Bible
Plans
Videos