এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন তোমাদেরও পবিত্র আচার-ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক তোমাদের হওয়া উচিত! ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই, যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে, এবং মূলবস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে।