1
২ রাজাবলি ৭:1
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
ইলীশায় কহিলেন, তোমরা সদাপ্রভুর বাক্য শুন; সদাপ্রভু এই কথা কহেন, কল্য এই বেলায় শমরিয়ার দ্বারে শেকলে এক পসুরী সুজি ও শেকলে দুই পসুরী যব বিক্রয় হইবে।
Compare
Explore ২ রাজাবলি ৭:1
2
২ রাজাবলি ৭:3
সেই সময়ে নগর-দ্বারের প্রবেশ-স্থানে চারিজন কুষ্ঠরোগী ছিল। তাহারা পরস্পর কহিল, ‘আমরা এখানে বসিয়া বসিয়া কেন মরিব?’
Explore ২ রাজাবলি ৭:3
3
২ রাজাবলি ৭:2
তখন রাজা যে সেনানীর হস্তে নির্ভর দিয়াছিলেন , তিনি ঈশ্বরের লোককে উত্তর করিলেন, দেখ, যদি সদাপ্রভু আকাশে গবাক্ষ করেন, তথাপি কি এমন হইতে পারিবে? তিনি বলিলেন, দেখ, তুমি স্বচক্ষে তাহা দেখিবে, কিন্তু তাহার কিছুই খাইতে পাইবে না।
Explore ২ রাজাবলি ৭:2
Home
Bible
Plans
Videos