1
১ তীমথিয় ৪:12
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না; কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসিগণের আদর্শ হও।
Compare
Explore ১ তীমথিয় ৪:12
2
১ তীমথিয় ৪:8
আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস কর; কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়; কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়ক, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত।
Explore ১ তীমথিয় ৪:8
3
১ তীমথিয় ৪:16
আপনার বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এই সকলে স্থির থাক; কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শুনে, তাহাদিগকেও পরিত্রাণ করিবে।
Explore ১ তীমথিয় ৪:16
4
১ তীমথিয় ৪:1
কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদের মধ্যে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে।
Explore ১ তীমথিয় ৪:1
5
১ তীমথিয় ৪:7
কিন্তু ধর্মবিরোধী এবং জরাতুর স্ত্রীলোকের যোগ্য গল্প সকল অগ্রাহ্য কর।
Explore ১ তীমথিয় ৪:7
6
১ তীমথিয় ৪:13
আমি যত দিন না আইসি, তুমি পাঠ করিতে এবং প্রবোধ ও শিক্ষা দিতে নিবিষ্ট থাক।
Explore ১ তীমথিয় ৪:13
Home
Bible
Plans
Videos