1
প্রকাশিত বাক্য 8:1
পবিএ বাইবেল CL Bible (BSI)
মেষশাবক সপ্তম সীলমোহর ভাঙ্গার পর স্বর্গে প্রায় আধঘণ্টা নিস্তব্ধতা বিরাজ করল।
Compare
Explore প্রকাশিত বাক্য 8:1
2
প্রকাশিত বাক্য 8:7
প্রথম দূত তূর্যধ্বনি করার পর পৃথিবীতে রক্ত-মিশ্রিত শিলা ও অগ্নিবৃষ্টি হতে লাগল। তার ফলে পুড়ে গেল পৃথিবীর এক-তৃতীয়াংশ, বৃক্ষরাজির এক-তৃতীয়াংশ এবং দগ্ধ হল শ্যামল তৃণদল। দগ্ধ হয়ে গেল সবই।
Explore প্রকাশিত বাক্য 8:7
3
প্রকাশিত বাক্য 8:13
তখন আমি তাকিয়ে দেখলাম মধ্য-আকাশে উড়ন্ত এক ঈগল। তাকে উচ্চকণ্ঠে বলতে শুনলাম, “অবশিষ্ট যে তিনজন স্বর্গদূত তূর্যধ্বনি করতে উদ্যত, তাঁদের তূরীধ্বনির সঙ্গে সঙ্গে মর্ত্যলোকবাসীরদের চরম বিপর্যয়, ঘোর বিপর্যয়।”
Explore প্রকাশিত বাক্য 8:13
4
প্রকাশিত বাক্য 8:8
দ্বিতীয় দূত তূর্যধ্বনি করার পর বিরাট জ্বলন্ত এক পর্বতের মত বিশাল একটি বস্তু সমুদ্রগর্ভে নিক্ষিপ্ত হল।
Explore প্রকাশিত বাক্য 8:8
5
প্রকাশিত বাক্য 8:10-11
এর পরে তৃতীয় দূত তূর্যধ্বনি করলেন। তখন জ্বলন্ত মশালেনর মত বিরাট এক নক্ষত্র ও প্রস্রবণগুলির উপরে পতিত হল। সেই নক্ষত্রের নাম ‘তিক্ততা’। এর ফলে সমস্ত জলরাশির এক-তৃতীয়াংশ সোমরাজ লতার মত তেতো হয়ে গেল। এই দূষিত জল পান করার ফলে বহু লোক মারা গেল।
Explore প্রকাশিত বাক্য 8:10-11
6
প্রকাশিত বাক্য 8:12
এর পরে চতুর্থ দূত তূর্যধ্বনি করলেন। তখন সূর্য, চন্দ্র এবং নক্ষত্ররাজি প্রতিটির এক-তৃতীয়াংশের বিস্ফোরণ হল, ফলে এক-তৃতীয়াংশ অন্ধকারাচ্ছন্ন হল। দিনের এক-তৃতীয়াংশ আলোকবিহীন হল। রাতেরও হল একই অবস্থা।
Explore প্রকাশিত বাক্য 8:12
Home
Bible
Plans
Videos