1
প্রকাশিত বাক্য 1:8
পবিএ বাইবেল CL Bible (BSI)
প্রভু পরমেশ্বর বলেন, ‘আমিই আল্ফা ও ওমেগা’। তিনি আছেন, ও ছিলেন ও তাঁর আবির্ভাব আসন্ন। তিনিই সর্বশক্তিমান।
Compare
Explore প্রকাশিত বাক্য 1:8
2
প্রকাশিত বাক্য 1:18
ভয় করো না, আমিই আদি এবং অন্ত। আমি জীবন্ময়, আমি মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু দেখ এখন আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবিত। মৃত্যু ও পাতালের চাবি রয়েছে আমার হাতে।
Explore প্রকাশিত বাক্য 1:18
3
প্রকাশিত বাক্য 1:3
ভাবীকালের এই দিব্যদর্শনের বিবরণ যে পাঠ করে সে ধন্য এবং এতে লিখিত নির্দেশগুলি শুনে যারা পালন করে, তারা ধন্য। কারণ সমাগত সেই কাল।
Explore প্রকাশিত বাক্য 1:3
4
প্রকাশিত বাক্য 1:17
তাঁকে দেখামাত্র আমি তাঁর চরণপ্রান্তে মৃতবৎ পতিত হলাম। তিনি দক্ষিণ হস্ত প্রসারিত করে আমাকে স্পর্শ করলেন, বললেন
Explore প্রকাশিত বাক্য 1:17
5
প্রকাশিত বাক্য 1:7
দেখ, মেঘবাহনে তিনি আসিতেছেন! প্রতিটি নয়ন তাঁকে দেখবে, দেখবে তারাও যারা তাঁকে বিদ্ধ করেছিল। পৃথিবীর সমস্ত মানবগোষ্ঠী তাঁর জন্য বিলাপ করবে। অবশ্যই করবে, আমেন।
Explore প্রকাশিত বাক্য 1:7
Home
Bible
Plans
Videos