1
গীতসংহিতা 63:1
পবিএ বাইবেল CL Bible (BSI)
হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর, একান্তভাবে আমি তোমাকেই চাই। তোমারই জন্য অধীর আকুল আমার এ দেহমন তৃষিত আমার প্রাণ যেন রুক্ষ্ম, শুষ্ক জলহীন ভূমি চেয়ে আছে আকাশের পানে।
Compare
Explore গীতসংহিতা 63:1
2
গীতসংহিতা 63:3
জীবনের চেয়েও শ্রেয় তোমার অবিচল প্রেম, তাই আমার ওষ্ঠাধর গাইবে তোমার জয়গান।
Explore গীতসংহিতা 63:3
3
গীতসংহিতা 63:4
আমি আজীবন গাইব তোমার স্তুতিগান, দুহাত তুলে তোমার নামে করব জয়ধ্বনি।
Explore গীতসংহিতা 63:4
4
গীতসংহিতা 63:2
চেয়ে আছি আমি তৃষিত নয়নে তোমার মহিমা দেখাও আমায়, দেখাও তোমার অমিত পরাক্রম তোমারই পুণ্যভূমিতে।
Explore গীতসংহিতা 63:2
5
গীতসংহিতা 63:7-8
তুমিই আমার সহায়, তোমারই পক্ষছায়ায় আমি করি আনন্দ গান। তোমাতেই আসক্ত আমার প্রাণ, তোমার দক্ষিণ হস্ত ধারণ করে আমায়।
Explore গীতসংহিতা 63:7-8
6
গীতসংহিতা 63:6
আমি শয়নকালে স্মরণ করি তোমায়, রাত্রির প্রহরে প্রহরে করি তোমারই ধ্যান।
Explore গীতসংহিতা 63:6
Home
Bible
Plans
Videos