1
ফিলিপীয় 1:6
পবিএ বাইবেল CL Bible (BSI)
এ বিষয়ে আমি সুনিশ্চিত তোমাদের মাঝে ঈশ্বর যে শুভ কর্মের সূচনা করেছেন, প্রভু যীশু খ্রীষ্টের দিন পর্যন্ত তিনিই তা সুসম্পন্ন করে যাবেন।
Compare
Explore ফিলিপীয় 1:6
2
ফিলিপীয় 1:9-10
আমার প্রার্থনা, প্রকৃত জ্ঞান ও স্নেহসিক্ত অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ হয়ে তোমাদের ভালবাসা গভীর থেকে গভীরতর হয়ে উঠুক। তাহলে তোমরা ভাল-মন্দের বিচার করে যা কিছু শ্রেয় তাই গ্রহণ করতে পারবে এবং প্রভু যীশু খ্রীষ্টের দিনে তোমরা সৎ ও নিষ্কলঙ্ক থাকতে পারবে ও
Explore ফিলিপীয় 1:9-10
3
ফিলিপীয় 1:21
কারণ খ্রীষ্টই আমার জীবনসর্বস্ব, তাঁরই জন্য আমার বেঁচে থাকা, মরণেও আমার পরম লাভ।
Explore ফিলিপীয় 1:21
4
ফিলিপীয় 1:3
আমি যখনই তোমাদের কথা স্মরণ করি এবং তোমাদের জন্য প্রার্থনা করি তখনই আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই।
Explore ফিলিপীয় 1:3
5
ফিলিপীয় 1:27
কেবল তোমাদের আচরণ যেন খ্রীষ্টের সুসমাচার সম্মত হয়। আমি তোমাদের কাছে আসতে পারি বা না পারি, আমি যেন লোকের মুখে শুনি যে তোমরা এক প্রাণ এক মন হয়ে সুসমাচারে তোমাদের স্থির বিশ্বাসের জন্য সংগ্রাম করছ।
Explore ফিলিপীয় 1:27
6
ফিলিপীয় 1:20
আমার একান্ত ইচ্ছা ও আশা এই যে আমি কখনও লজ্জায় পড়ব না। বরং আমি সাহসভরে কর্তব্য পথে এগিয়ে যাব। সবসময় যেমন করে এসেছি আজও তেমনি আমি বাঁচি কিম্বা মরি, আমার সমগ্র সত্ত্বা দিয়ে খ্রীষ্টই হবেন মহিমান্বিত।
Explore ফিলিপীয় 1:20
7
ফিলিপীয় 1:29
কারণ খ্রীষ্টের সেবার অধিকার তোমরা পেয়েছ। তার অর্থ তাঁকে শুধু বিশ্বাস করা নয় কিন্তু দুঃখ বরণ করাও।
Explore ফিলিপীয় 1:29
Home
Bible
Plans
Videos