1
মার্ক 5:34
পবিএ বাইবেল CL Bible (BSI)
যীশু তাকে বললেন, ওগো মেয়ে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। শান্তিতে ফিরে যাও, এ যন্ত্রণা আর তোমাকে ভোগ করতে হবে না।
Compare
Explore মার্ক 5:34
2
মার্ক 5:25-26
ভিড়ের মধ্যে একটি নারী ছিল, সে বারো বছর ধরে প্রদর রোগে ভুগছিল। বহু চিকিৎসকের হাতে অনেক কষ্ট সে পেয়েছিল এবং তার সর্বস্ব ব্যয় করেছিল কিন্তু তাতে তার কোন উপকার তো হয়ই নি বরং অবস্থা আরও খারাপের দিকেই গিয়েছিল।
Explore মার্ক 5:25-26
3
মার্ক 5:29
তখনই তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল এবং সে অনুভব করল যে সে সুস্থ হয়ে গেছে।
Explore মার্ক 5:29
4
মার্ক 5:41
তার হাত ধরে যীশু বললেন, “টালিথা কুম্” অর্থাৎ খুকুমণি, ওঠো।
Explore মার্ক 5:41
5
মার্ক 5:35-36
যীশু তখনও কথা বলছিলেন, সেই সময়ে সমাজভবনের অধ্যক্ষের বাড়ি থেকে কয়েকজন এসে বলল, আপনার মেয়ে মারা গেছে, গুরুদেবকে কষ্ট দিয়ে আর কি হবে? তাদের কথায় কান না দিয়ে যীশু সমাজভবনের অধ্যক্ষকে বললেন, ভয় করো না, শুধু বিশ্বাস কর।
Explore মার্ক 5:35-36
6
মার্ক 5:8-9
কারণ যীশু তাকে বলেছিলেন, হে অশুচি আত্মা, এই লোকটিকে ছেড়ে বেরিয়ে এস। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম বাহিনী, কারণ আমরা সংখ্যায় অনেক।
Explore মার্ক 5:8-9
Home
Bible
Plans
Videos