1
মার্ক 1:35
পবিএ বাইবেল CL Bible (BSI)
পরের দিন খুব ভোরে উঠে যীশু একটি নির্জন জায়গায় প্রার্থনা করার জন্য চলে গেলেন।
Compare
Explore মার্ক 1:35
2
মার্ক 1:15
কাল পূর্ণ হয়েছে, ঈশ্বরের রাজ্য আসন্ন। পাপের পথ থেকে ফিরে এস, বিশ্বাস কর সুসমাচারে।
Explore মার্ক 1:15
3
মার্ক 1:10-11
যীশু জল থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন উন্মুক্ত হয়ে গেছে আকাশ, কপোতের আকারে পবিত্র আত্মা নেমে আসছেন তাঁর উপরে। স্বর্গ থেকে এই বাণী শোনা গেল: তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি পরম তুষ্ট।
Explore মার্ক 1:10-11
4
মার্ক 1:8
আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দান করছি, তিনি তোমাদের বাপ্তিষ্ম দান করবেন পবিত্র আত্মায়।
Explore মার্ক 1:8
5
মার্ক 1:17-18
যীশু তাঁদের বললেন, আমার সঙ্গে এস, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। তক্ষুণি তাঁরা জাল ফেলে রেখে তাঁরর সঙ্গে চললেন।
Explore মার্ক 1:17-18
6
মার্ক 1:22
লোকেরা তাঁর শিক্ষা শুনে খুবই আশ্চর্য হত। তাঁর শিক্ষা শাস্ত্রীদের শিক্ষার মত ছিল না, ঐশীশক্তি পূর্ণ হয়েই তিনি শিক্ষা দিতেন।
Explore মার্ক 1:22
Home
Bible
Plans
Videos