1
মথি 3:8
পবিএ বাইবেল CL Bible (BSI)
তাই যদি হয় তাহলে এমন আচরণ কর যাতে বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তিত হয়েছে।
Compare
Explore মথি 3:8
2
মথি 3:17
আর স্বর্গ থেকে এই বাণী ঘোষিত হল : ‘ইনিই আমার প্রিয় পুত্র, আমার পরম প্রীতির পাত্র’।
Explore মথি 3:17
3
মথি 3:16
বাপ্তিষ্মের পর যীশু জল থেকে উঠে এলেন। সঙ্গে সঙ্গে আকাশ উন্মুক্ত হয়ে গেল এবং তিনি দেখলেন ঈশ্বরের আত্মা কপোতের মত নেমে এসে তাঁর উপরে অধিষ্ঠিত হলেন।
Explore মথি 3:16
4
মথি 3:11
তোমাদের মন পরিবর্তিত হয়েছে বলেই আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি পবিত্র আত্মায় ও অগ্নিতে তোমাদের বাপ্তিষ্ম দেবেন। তিনি আমার চেয়ে বহুগুণে শক্তিমান, এমন কি তাঁর পাদুকা বহন করা যোগ্যও আমি নই।
Explore মথি 3:11
5
মথি 3:10
গাছের গোড়ায় কুঠার লাগানোই রয়েছে, যে গাছে ভাল ফল ধরবে না, তাকে কেটে আগুনে ফেলে দেওয়া হবে।
Explore মথি 3:10
6
মথি 3:3
এই যোহন সম্বন্ধেই নবী। যিশাইয় বলেছিলেনঃ মরুপ্রান্তরে ধ্বনিত হচ্ছে একটি কন্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রস্তুত কর প্রভুর জন্য রাজপথ, সুগম কর তাঁর আগমনের সরণি।
Explore মথি 3:3
Home
Bible
Plans
Videos