1
মথি 15:18-19
পবিএ বাইবেল CL Bible (BSI)
কিন্তু মুখ থেকে যা বেরিয়ে আসে তা আসে মন থেকেই এবং এসবই মানুষকে অশুচি করে তোলে। কারণ মনের ভেতর থেক বেরিয়ে আসে যত কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, লালসা, চুরি, মিথ্যাসাক্ষ্য ও পরনিন্দা।
Compare
Explore মথি 15:18-19
2
মথি 15:11
মুখের মধ্যে যা যায় তা মানুষকে অশুচি করে না, কিন্তু মুখ থেকে যা বেরিয়ে আসে তা-ই মানুষকে অশুচি করে তোলে।
Explore মথি 15:11
3
মথি 15:8-9
এ জাতি মুখেই আমার সম্মান করে, কিন্তু আমার কাছ থেকে এদের মন রয়েছে বহুদূরে। বৃথাই তারা করে আমার আরাধনা, যে শিক্ষা তারা দেয়, তা মানুষের রচিত বিধান।
Explore মথি 15:8-9
4
মথি 15:28
যীশু তখন তাকে বললেন, ওগো মেয়ে, তোমার বিশ্বাস সত্যিই সুগভীর! তুমি যা চাইছ তা-ই হবে। সেই মুহূর্তে তার মেয়েটি সুস্থ হল।
Explore মথি 15:28
5
মথি 15:25-27
সে কিন্তু এগিয়ে এসে তাঁকে প্রণাম করে বলল, প্রভু, আমাকে সাহায্য করুন। তিনি বললেন, সন্তানের খাদ্য কুকুরকে দেওয়া ঠিক নয়। সে বলল, প্রভু, ঠিক কথা, কিন্তু মনিবদের পাতের উচ্ছিষ্ট তো কুকুরেরা খেতে পায়।
Explore মথি 15:25-27
Home
Bible
Plans
Videos