1
লুক 14:26
পবিএ বাইবেল CL Bible (BSI)
আমার কাছে এসেও যদি কেউ তার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, পুত্র এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে না পারে, তাহলে সে আমার সিষ্য হতে পারবে না।
Compare
Explore লুক 14:26
2
লুক 14:27
নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ না করে সেও আমার শিষ্য হবার যোগ্য নয়।
Explore লুক 14:27
3
লুক 14:11
যারা নিজেদের উচ্চ সম্মানে ভূষিত করে, তাদের অবনত করা হবে এবং যারা নিজেদের নত করে রাখে, তাদের উচ্চ সম্মানে ভূষিত করা হবে।
Explore লুক 14:11
4
লুক 14:33
সুতরাং তোমাদের মধ্যে যে সর্বস্ব ত্যাগ করতে পারবে না, সে আমার শিষ্য হতে পারবে না।
Explore লুক 14:33
5
লুক 14:28-30
তোমাদের মধ্যে কেউ যদি একটি মিনার তৈরী করবে বলে টিক করে তাহলে কাজটা শেষ করার মত সঙ্গতি তার আছে কি না তা দেখবার জন্য প্রথমেই কি সে খরচের হিসাব করবে না? নইলে ভিত্তি স্থাপনের পর সেটি শেষ করতে না পারলে যে দেখবে সেই উপহাস করে বলবে, ‘এ লোকটা আরম্ভ করল কিন্তু শেষ করতে পার না।’
Explore লুক 14:28-30
6
লুক 14:13-14
বরং ভোজের আয়োজন করলে গরীব, বিকলাঙ্গ, অন্ধ, খঞ্জদেরর ভোজে নিমন্ত্রণ করো। তাতে তুমি আশীর্বাদ পাবে কারণ তারা তার প্রতিদান দিতে পারবে না। ধার্মিকদের পুনরুত্থানের সময়ে তুমি এর প্রতিদান পাবে।
Explore লুক 14:13-14
7
লুক 14:34-35
লবণ ভাল জিনিস কিন্তু লবণ যদি তার স্বাদ হারিয়ে ফেলে, তাহলে তার সেই স্বাদ কি ফিরিয়ে আনা যায়? ক্ষেত কিম্বা সার তৈরীর কোন কাজেই তা লাগে না। লোকে সেই লবণ ফেলে দেয়। শোনবার মত কান যার আছে, সেই শুনুক এই কথা।
Explore লুক 14:34-35
Home
Bible
Plans
Videos