তিনি ইসরায়েলীদের বললেন, উত্তরকালে তোমাদের সন্তানসন্ততি যখন তাদের পিতাদের জিজ্ঞাসা করবে, এই পাথরগুলির তাত্পর্য কি? তখন তোমরা তাদের বলবে, ইসরায়েলীরা জর্ডন নদীর বুকে শুকনো পথ দিয়ে পার হয়ে এসেছিল। আমরা পার হয়ে না যাওয়া পর্যন্ত তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যেমন লোহিত সাগর শুকিয়ে ফেলেছিলেন, তেমনি তোমাদের সামনেও জর্ডনের জল তিনি শুকিয়ে ফেললেন।