1
যিরমিয় 27:5
পবিএ বাইবেল CL Bible (BSI)
আমার মহাশক্তি ও পরাক্রমে আমি এই পৃথিবী, মানবজাতি এবং এই পৃথিবীর বুকে সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছি। আমি যাকে ইচ্ছা তাকে এসব দিতে পারি।
Compare
Explore যিরমিয় 27:5
2
যিরমিয় 27:6
আমিই সেই, যিনি এই সমস্ত জাতিকে আমার সেবক ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের ক্ষমতাধীন করেছি, এমন কি বন্য পশুদেরও তার সেবা করতে বাধ্য করেছি।
Explore যিরমিয় 27:6
3
যিরমিয় 27:9
তোমাদের প্রবক্তা নবীদের কিম্বা আর কাউকে বিশ্বাস করো না যারা ভবিষ্যদ্বাণী করতে পারে কিম্বা স্বপ্ন বা মৃত্যুলোক থেকে আত্মাকে জাগিয়ে ভবিষ্যতের কথা জানতে পারে বা জাদুবিদ্যা দিয়ে ভবিষ্যতের কথা বলে দিতে পারে বলে দাবী করে। তারা সকলেই ব্যাবিলনরাজের কাছে বশ্যতা স্বীকার করতে তোমাদের বারণ করবে।
Explore যিরমিয় 27:9
4
যিরমিয় 27:22
ঐগুলি ব্যাবিলনে নিয়ে যাওয়া হবে এবং যতদিন না আমি ওগুলির দিকে মন দিই, ততদিন সব ঐখানেই থাকবে। তারপর আমি আবার সব ফিরিয়ে আনব এবং যথাস্থানে স্থাপন করব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Explore যিরমিয় 27:22
Home
Bible
Plans
Videos