নানা দেশ থেকে আমি আমার অবশিষ্ট প্রজাদের সংগ্রহ করে আনব, সেইখান থেকে, যেখানে আমি তাদের ছড়িয়ে দিয়েছিলাম। ফিরিয়ে আনব তাদের মাতৃভূমিতে। তাদের অনেক সন্তান সন্ততি হবে, সংখ্যায় তারা বেড়ে অজস্র হবে। তাদের যত্ন নেবার জন্য আমি শাসনকর্তা নিযুক্ত করব। আমার প্রজারা আর ভীত-সন্ত্রস্ত হবে না, আমি তাদের আর শাস্তি দেব না কোন দিন। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।