তোমার নিজের পাপ তোমার দণ্ডবিধান করবে,
আমার কাছ তেকে তোমার এই চলে যাওয়া দোষী সাব্যস্ত করবে তোমায়।
আমাকে, তোমার প্রভু পরমেশ্বরকে, ত্যাগ করে যাওয়া,
আমার প্রতি আর অনুরক্ত না থাকা
–এ যে কত বড় ভুল—কত তিক্ত এ অবস্থা সেদিনই তুমি উপলব্ধি করবে মর্মে মর্মে।
আমি, সর্বাধিপতি সর্বশক্তিমান ঈশ্বর, বললাম এ কথা।