1
হিব্রু 11:1-2
পবিএ বাইবেল CL Bible (BSI)
বিশ্বাসের মর্ম কি? বিশ্বাস দ্বারাই প্রত্যাশিত বিষয় সম্পর্কে আমরা সুনিশ্চিত হই, অদৃশ্য বিষয় সম্পর্কে প্রত্যয় লাভ করি। বিশ্বাসের জন্যই পুরাকালের লোকেরা স্মরণীয় হয়েছেন।
Compare
Explore হিব্রু 11:1-2
2
হিব্রু 11:6
কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। কারণ ঈশ্বরের সান্নিধ্যে যে যেতে চায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, এবং যারা তাঁর অন্বেষী তাদের তিনি পুরস্কৃত করেন।
Explore হিব্রু 11:6
3
হিব্রু 11:3
বিশ্বাসেই আমরা বুঝতে পারি যে এই বিশ্বভুবন ঈশ্বরের বাক্য দ্বারা সৃষ্ট হয়েছিল, কোন প্রত্যক্ষ বস্তু থেকে এই সব দৃশ্য বস্তুর উৎপত্তি হয়নি।
Explore হিব্রু 11:3
4
হিব্রু 11:8-9
উত্তরাধিকারের নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য ঈশ্বর যখন অব্রাহামকে আহ্বান করলেন তখন অব্রাহাম বিশ্বাসে ঈশ্বরের আদেশ পালন করলেন। কোথায় যাচ্ছেন না তা না জেনেও তিনি বেরিয়ে পড়লেন। বিশ্বাসে নির্ভর করেই তিনি প্রতিশ্রুত দেশে বিদেশীরূপে বাস করলেন। সেই প্রতিশ্রুতির শরিক ইসহাক ও যাকোবের মত তিনি তাঁবুতে বাস করলেন।
Explore হিব্রু 11:8-9
5
হিব্রু 11:7
অনাগত ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ঈশ্বরের প্রত্যাদেশ পেয়ে নোহ তা বিশ্বাস করলেন। সতর্ক হয়ে নিজের পরিবারের লোকজনকে রক্ষা করার জন্য একটি জাহাজ তৈরী করলেন। তাঁর বিশ্বাস দ্বারা তিনি জগতকে দোষী সাব্যস্ত করলেন এবং বিশ্বাসের জন্যই ধার্মিকতার অধিকারী হলেন।
Explore হিব্রু 11:7
6
হিব্রু 11:5
বিশ্বাসে, হনোক দ্যুলোকে নীত হলেন, তাঁকে মৃত্যুদর্শন করতে হয়নি। ঈশ্বর তাঁকে গ্রহণ করেছিলেন, তাঁর আর সন্ধান পাওয়া যায়নি। লোকান্তরিত হওয়ার আগে তাঁর সম্পর্কে শাস্ত্রে এই সাক্ষ্য দেওয়া হয়েছে যে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন।
Explore হিব্রু 11:5
7
হিব্রু 11:4
বিশ্বাস হেতুই হেবল ঈশ্বরের উদ্দেশে কয়িনের চেয়ে উৎকৃষ্ট বলি উৎসর্গ করেছিলেন এবং তার ফলেই তিনি ধার্মিক বলে পরিগণিত হয়েছিলেন। ঈশ্বর তাঁর অর্ঘ্য গ্রহণ করে তাঁকে স্বীকৃতি দান করেছিলেন। তিনি মৃত, কিন্তু বিশ্বাসের মাধ্যমে তিনি এখনও কথা বলে চলেছেন।
Explore হিব্রু 11:4
8
হিব্রু 11:11
বিশ্বাসের ফলে সারা বন্ধ্যা হয়েও গর্ভধারণ করার শক্তি পেলেন এবং বয়স পার হয়ে যাওয়া সত্ত্বেও সন্তানের জননী হলেন। কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যে নির্ভরযোগ্য সেকথা সারা বিশ্বাস করেছিলেন।
Explore হিব্রু 11:11
9
হিব্রু 11:10
কারণ তাঁর দৃষ্টি নিবদ্ধ ছিল সেই স্থায়ী নগরের দিকে যার ভিত্তি সুদৃঢ় এবং স্বয়ং ঈশ্বর যার স্থপতি ও নির্মাতা।
Explore হিব্রু 11:10
10
হিব্রু 11:24-27
বিশ্বাসে নির্ভর করে মোশি বয়ঃপ্রাপ্তির পর ফারাও দুহিতার পুত্র বলে নিজের পরিচয় দিতে অস্বীকার করলেন। পাপকলুষিত পরিবেশে ক্ষণস্থায়ী সুখভোগ করার চেয়ে তিনি ঈশ্বরের প্রজাবৃন্দের সুখভোগ করার চেয়ে তিনি ঈশ্বরের প্রজাবৃন্দের সঙ্গে নির্যাতন সহ্য করা শ্রেয় মনে করলেন। মিশরের ধনসম্পদ ও ঐশ্বর্যের চেয়ে তিনি ঈশ্বরের অভিষিক্ত জনের জন্য দুঃখ বরণ করা মহত্তর সম্পদ বিবেচনা করলেন। কারণ তিনি ভাবী পুরস্কারের প্রত্যাশী ছিলেন। বিশ্বাসে নির্ভর করে তিনি মিশর পরিত্যাগ করলেন। রাজরোষের ভয় করলেন না। যিনি অদৃশ্য তাঁকে প্রত্যক্ষ করেই তিনি সবকিছু সহ্য করলেন।
Explore হিব্রু 11:24-27
11
হিব্রু 11:17-18
ঈশ্বর যখন অব্রাহামকে পরীক্ষা করছিলেন তখন অব্রাহাম বিশ্বাসে নির্ভর করেই ইসহাককে উৎসর্গ করলেন। তাঁকে বলা হয়েছিল, ‘ইসহাকের মাধ্যমেই তোমার বংশ পরিচিত হবে’ —এই প্রতিশ্রুতি লাভ করা সত্ত্বেও তিনি তাঁর একমাত্র পুত্রকে বলিদান করতে প্রস্তুত ছিলেন।
Explore হিব্রু 11:17-18
12
হিব্রু 11:31
বারাঙ্গনা রাহাব বিশ্বাস করে ইসরায়েলী গুপ্তচরদের বন্ধুভাবে আশ্রয় দিয়েছিল, তাই বিদ্রোহীদের সঙ্গে সে বিনষ্ট হল না।
Explore হিব্রু 11:31
13
হিব্রু 11:29
বিশ্বাসে নির্ভর করে ইসরায়েলীরা শুষ্ক ভূমির মত লোহিত সমুদ্র পার হয়ে গেল। কিন্তু মিশরীরা তা করতে গিয়ে সাগরে তলিয়ে গেল।
Explore হিব্রু 11:29
14
হিব্রু 11:30
বিশ্বাসের ফলেই সাতদিন প্রদক্ষিণ করার পর জেরিকো নগরীর প্রাচীর ধসে পড়ল।
Explore হিব্রু 11:30
15
হিব্রু 11:28
বিশ্বাসে নির্ভর করে তিনি ‘তারণোৎসব’ পালন করলেন এবং রক্ত সিঞ্চন করলেন যেন সংহারক দূত ইসরায়েলীদের জ্যেষ্ঠ সন্তানদের স্পর্শ না করেন।
Explore হিব্রু 11:28
16
হিব্রু 11:22
বিশ্বাসে নির্ভর করে যোষেফ জীবনের শেষভাগে ইসরায়েলীদর যাত্রাভিযানের কথা উল্লেখ করেছিলেন এবং তাঁর দেহাবশেষ সমাহিত করার নির্দেশ দিয়েছিলেন।
Explore হিব্রু 11:22
17
হিব্রু 11:21
বিশ্বাসে নির্ভর করে যাকোব মৃত্যুকালে যোষেফের দুই পুত্রকে আশীর্বাদ করেছিলেন এবং লাঠির উপর ভর দিয়ে ঈশ্বরের উদ্দেশে প্রণাম নিবেদন করেছিলেন।
Explore হিব্রু 11:21
18
হিব্রু 11:20
বিশ্বাসে নির্ভর করেই ইসহাক যাকোব এবং এষৌকে ভবিষ্যতের আশিস দান করেছিলেন।
Explore হিব্রু 11:20
Home
Bible
Plans
Videos