জেরুশালেমে প্রভু পরমেশ্বরের মন্দিরে তারা এসে উপস্থিত হলে তাদের কয়েকজন গোষ্ঠীপতি মন্দিরের পুরাণো জায়গায় সেটি পুনর্নির্মাণের জন্য স্বেচ্ছাদান দিল। তাদের সাধ্যানুসারে স্বেচ্ছাদানের পরিমাণ 61,000 স্বর্ণমুদ্রা, 5000 রৌপ্যমুদ্রা, যাজকদের ব্যবহারোপযোগী 100 পোষাক।