1
যিহিষ্কেল 3:18
পবিএ বাইবেল CL Bible (BSI)
কোন দুষ্ট লোকের মৃত্যু অবধারিত, এ কথা তোমায় জানালে তুমি যদি তাকে সাবধান না কর, যদি তার জীবন রক্ষার জন্য তাকে মন্দপথ পরিহার করতে না বল, তাহলে পাপলিপ্ত অবস্থাতেই তার মৃত্যু হবে। তার মৃত্যুর জন্য আমি তোমাকেই দায়ী করব।
Compare
Explore যিহিষ্কেল 3:18
2
যিহিষ্কেল 3:19
দুষ্ট লোককে সাবধান করার পরও যদি সে মন্দপথ পরিহার না করে, সেই অবস্থাতেই তার মৃত্যু হবে। তখন তার মৃত্যুর জন্য তোমার কোন দায়িত্ব থাকবে না, তুমি বেঁচে যাবে।
Explore যিহিষ্কেল 3:19
3
যিহিষ্কেল 3:17
শোন হে মর্ত্যমানব, ইসরায়েল জাতিকে সতর্ক করার কাজে তোমায় আমি প্রহরী নিয়োগ করছি। আমি যখন তাদের সতর্ক করতে বলব, তখন তুমি তাই করবে—এই তোমার কাজ।
Explore যিহিষ্কেল 3:17
4
যিহিষ্কেল 3:20
যদি কোন সৎ ব্যক্তি মন্দ কাজ করতে শুরু করে এবং তার জন্য আমি তাকে বিপদের মুখে ফেলি, তখন যদি তুমি তাকে সতর্ক করে না দাও, তার মৃত্যু হবে। তার পাপই হবে তার মৃত্যুর কারণ। এক্ষেত্রে তার কোন সৎ কর্মই আমার কাছে গ্রাহ্য হবে না। তার মৃত্যুর জন্য তোমাকেই কৈফিয়ৎ দিতে হবে।
Explore যিহিষ্কেল 3:20
Home
Bible
Plans
Videos