আমি উপর দিকে চেয়ে দেখলাম, উত্তর দিক থেকে প্রবল বেগে ছুটে আসছে ঝড়, তার সাথে আকাশ জোড়া মেঘ। চারপাশে তার উজ্জ্বল আলো, তার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ ঝলসে উঠছে। সেই বিদ্যুতের আগুনের মাঝখানে উজ্জ্বল পিতলের মত কি যেন জ্বলজ্বল করছিল। এই ঝঞ্ঝালীলার একেবারে কেন্দ্রবিন্দুতে দেখা গেল চারটি প্রাণীকে। দেখতে ওরা মানুষেরই মত। কিন্তু প্রত্যেকের চারটি মুখ আর চারটি ডানা। তাদের পা সোজা ও পায়ে গরুর পায়ের মত খুর। মাজা পিতলের মত তাদের দেহ ঝকঝক করছে। প্রত্যেকের ডানার তলায় যেন মানুষের মত হাত। প্রত্যেকটি প্রাণীর ডানার শেষপ্রান্ত পরস্পরের ডানার শেষপ্রান্তকে ছুঁয়েছে। ফলে একটা চতুষ্কোণ সৃষ্টি হয়েছিল। এগিয়ে যাবার সময় সকলে একসঙ্গে দলগতভাবেই এগোচ্ছে, দেহ তাদের একটুও এদিক-ওদিক ঘুরছে না।