মোশি যখন হাত তুলে রাখেন তখন ইসরাযেলীরা জয়লাভ করে, আর তিনি হাত নামালেই অমালেকীদের প্রবল হয়ে ওঠে। মোশির হাত অবশ হয়ে গেলে হারোণ ও হুর একটা পাথর এনে তার উপর মোশিকে বসালেন এবং তাঁরা দুপাশে দাঁড়িয়ে তাঁর হাত তুলে ধরলেন। সূর্যাস্ত পর্যন্ত মোশির হাত স্থির হয়ে রইল।