1
দ্বিতীয় বিবরণ 18:10-11
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
নিজের পুত্র বা কন্যাকে যারা আগুনে আহুতি দেয় সেই শ্রেণীর লোক এবং মন্ত্র সাধক, গণৎকার দৈবজ্ঞ, যাদুকর, ভূতের ওঝা, গুণিন বা প্রেত সাধক ইত্যাদি শ্রেণীর কোন লোক যেন তোমাদের মধ্যে না থাকে।
Compare
Explore দ্বিতীয় বিবরণ 18:10-11
2
দ্বিতীয় বিবরণ 18:12
কারণ এই সমস্ত কাজ যারা করে তারা প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ। এই সব ঘৃণ্য কাজের জন্যই তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সম্মুখ থেকে তাদের বিতাড়িত করবেন।
Explore দ্বিতীয় বিবরণ 18:12
3
দ্বিতীয় বিবরণ 18:22
কোনও প্রবক্তা নবী প্রভু পরমেশ্বরের নামে কথা বললে তা যদি সফল না হয় ও সত্য প্রমাণিত না হয় তাহলেই বুঝবে যে সে কথা প্রভু পরমেশ্বরের বাক্য নয়। ঐ নবী স্পর্ধাভরেই এই কথা বলেছে, তাকে তোমরা গ্রাহ্য করবে না।
Explore দ্বিতীয় বিবরণ 18:22
4
দ্বিতীয় বিবরণ 18:13
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেবায় একনিষ্ঠ হও।
Explore দ্বিতীয় বিবরণ 18:13
Home
Bible
Plans
Videos