1
প্রেরিত 9:15
পবিএ বাইবেল CL Bible (BSI)
কিন্তু প্রভু তাঁকে বললেন, তুমি যাও, কারণ সে আমার মনোনীত পাত্র। সে অইহুদীদের কাছে, রাজন্যবর্গের কাছে ও ইসরায়েল জাতির কাছে আমার নাম প্রচার করবে।
Compare
Explore প্রেরিত 9:15
2
প্রেরিত 9:4-5
সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনতে পেলেন, একটি কণ্ঠস্বর তাঁকে বলছেন, শৌল, শৌল, কেন তুমি আমাকে নির্যাতন করছ? তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে প্রভু? উত্তর এল, আমি যীশু, যাঁকে তুমি নির্যাতন করছ।
Explore প্রেরিত 9:4-5
3
প্রেরিত 9:17-18
অননীয় তখন চলে গেলেন সেই বাড়িতে। বাড়ির ভেতরে গিয়ে শৌলের মাথায় হস্তার্পণ করে বললেন, ভাই শৌল, এখানে আসার পথে যিনি তোমার সামনে আবির্ভূত হয়েছিলেন, সেই যীশু খ্রীষ্ট আমাকে তোমার কাছে পাঠিয়েছেন যেন তুমি আবার দৃষ্টি ফিরে পাও এবং পবিত্র আত্মায় পূর্ণ হও। সঙ্গে সঙ্গে মাছের আঁশের মত একটা জিনিষ শৌলের চোখ থেকে খসে পড়ল। তিনি দৃষ্টি ফিরে পেলেন। পরে তিনি বাপ্তিষ্ম গ্রহণ করার পর
Explore প্রেরিত 9:17-18
Home
Bible
Plans
Videos