1
২ পিতর 3:9
পবিএ বাইবেল CL Bible (BSI)
প্রভু তাঁর প্রতিশ্রুতি পূরণে বিলম্ব করেন না, যদিও কেউ কেউ এ কথা মনে করে। তোমাদের প্রতি অসীম তাঁর ধৈর্য। তাঁর ইচ্ছা নয় যে কেউ ধ্বংস হোক। তিনি চান, সকলেই যেন হৃদয় পরিবর্তন করে।
Compare
Explore ২ পিতর 3:9
2
২ পিতর 3:8
কিন্তু বন্ধুগণ, এ কথা ভুলে যেও না যে, প্রভুর দৃষ্টিতে একটি দিন সহস্র বছরের মত এবং সহস্র বছর একটি দিনের সমান।
Explore ২ পিতর 3:8
3
২ পিতর 3:18
বরং আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের অনুগ্রহে ও জ্ঞানে তোমরা পরিপুষ্ট হতে থাক। তাঁরই মহিমা হোক এখন ও চিরকাল। আমেন।
Explore ২ পিতর 3:18
4
২ পিতর 3:10
মনে রেখো, প্রভুর দিন চোরের মত আসবে। সেদিন আকাশমণ্ডল প্রচণ্ড শব্দে লুপ্ত হবে। মৌলিক পদার্থগুলি আগুনের তাপে বিলীন হবে এবং পৃথিবী সমেত সবকিছুই হবে ধ্বংস।
Explore ২ পিতর 3:10
5
২ পিতর 3:11-12-11-12
সবকিছুই যখন এইভাবে ধ্বংস হতে চলেছে তখন তোমরা যারা ঈশ্বরের দিনের সত্বর আগমনেরর জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছ, তোমাদের জীবন কতই না পবিত্র ও সৎ হওয়া উচিত। সেদিন আকাশমণ্ডল আগুনে জ্বলে লুপ্ত হবে এবং মৌলিক পদার্থগুলি আগুনে পুড়ে গলে যাবে।
Explore ২ পিতর 3:11-12-11-12
Home
Bible
Plans
Videos