1
২ করিন্থীয় 4:18
পবিএ বাইবেল CL Bible (BSI)
আমাদের দৃষ্টি তাই দৃশ্যমান কোন কিছুর দিকে নয় বরং দৃষ্টির অতীত বিষয়ের প্রতি নিবদ্ধ। কারণ দৃশ্যমান সবকিছুই ক্ষণস্থায়ী, যা দৃষ্টির অতীত তা-ই শাশ্বত।
Compare
Explore ২ করিন্থীয় 4:18
2
২ করিন্থীয় 4:16-17
এই কারণেই আমরা হতাশ হই না। আমাদের দৈহিক সত্তা ক্ষয় পেলেও, আমাদের অন্তরাত্মা প্রতিদিন লাভ করছে নূতন সত্তা। এই অকিঞ্চিৎকর ক্ষণিক দুঃখ দুর্দশা আমাদের জন্য গড়ে তুলেছে ক্রমবর্ধমান অতুল গৌরবের সম্পদ।
Explore ২ করিন্থীয় 4:16-17
3
২ করিন্থীয় 4:8-9
আমরা সর্বপ্রকার বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছি, কিন্তু বিপর্যস্ত হই না। বিচলিত হচ্ছি, কিন্তু দিশেহারা হই না। নির্যাতিত হচ্ছি, কিন্তু পরিত্যক্ত হই না। নিপাতিত হচ্ছি কিন্তু বিধ্বস্ত হই না।
Explore ২ করিন্থীয় 4:8-9
4
২ করিন্থীয় 4:7
কিন্তু ঈশ্বর তাঁর এই অমূল্য সম্পদ আমাদের মত মৃন্ময় পাত্রে রেখেছেন, এতেই বোঝা যায় যে এই অসাধারণ শক্তি একমাত্র ঈশ্বরের আমাদের নয়।
Explore ২ করিন্থীয় 4:7
5
২ করিন্থীয় 4:4
সেই অবিস্বাসীদেরর ভাবনাচিন্তা বর্তমান যুগধর্মের দেবতা অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছে, তাই ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রীষ্ট, খ্রীষ্টের সুসমাচারের মহিমান্বিত দীপ্তি তারা দেখতে পায় না।
Explore ২ করিন্থীয় 4:4
6
২ করিন্থীয় 4:6
কারণ ঈশ্বর, যিনি বলেছিলেন, অন্ধকারে হোক আলোর আর্বিভাব —সেই তিনিই আমাদের হৃদয় আলোকিত করেছেন যেন খ্রীষ্টের শ্রীমুখে প্রতিভাত ঈশ্বরের মহিমা আমরা দর্শন করতে পারি। মৃন্ময় পাত্রে গচ্ছিত স্বর্গীয় সম্পদ
Explore ২ করিন্থীয় 4:6
Home
Bible
Plans
Videos