1
২ করিন্থীয় 1:3-4
পবিএ বাইবেল CL Bible (BSI)
ধন্য ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা, করুণাময় সর্বসান্ত্বনাদাতা ঈশ্বর। সমস্ত দুঃখ-সঙ্কটে তিনিই আমাদের সান্ত্বনা দেন। তারই বলে আমরা অন্য দুঃখী মানুষকেও তেমনি সান্ত্বনা দিতে পারি।
Compare
Explore ২ করিন্থীয় 1:3-4
2
২ করিন্থীয় 1:5
বস্তুতঃ আমরা যেমন খ্রীষ্টের অজস্র দুঃখ যন্ত্রণার শরিক হয়েছি তেমনি খ্রীষ্টের মাধ্যমে আমরা সান্ত্বনাও পেয়েছি প্রচুর।
Explore ২ করিন্থীয় 1:5
3
২ করিন্থীয় 1:9
আমরা মনে করেছিলাম, মৃত্যু অবধারিত। কিন্তু এর মধ্য দিয়এ আমরা নিজেদের উপর নয়, যিনি মৃতদের জীবন দান করেন সেই ঈশ্বরের উপরই নিভ3র করতে শিখেছি।
Explore ২ করিন্থীয় 1:9
4
২ করিন্থীয় 1:21-22
খ্রীষ্টের মাঝে ঈশ্বর তোমাদের এবং আমাদের প্রতিষ্ঠির করেছেন। তিনিই আমাদের অভিষিক্ত করেছেন, মুদ্রাঙ্কিত করেছেন এবং অগ্রিম দানস্বরূপ তাঁর আত্মা আমাদের অন্তরে দিয়েছেন।
Explore ২ করিন্থীয় 1:21-22
5
২ করিন্থীয় 1:6
আমরা যদি দুঃখকষ্ট ভোগ করি, তবে তা তোমাদের সান্ত্বনা ও পরিত্রাণের আশায়, আর আমরা যদি সান্ত্বনা পাই তবে তাও তোমাদেরই সাহায্যের জন্যই। আমাদের মত তোমরাও যদি সেইরকম দুঃখকষ্ট ধৈর্য্য ধরে সহ্য কর, তাহলে তোমরাও তেমনি সান্ত্বনা লাভ করবে।
Explore ২ করিন্থীয় 1:6
Home
Bible
Plans
Videos