এখানে দুঃখ নির্যাতনের ফলে তিনি নত হলেন, তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে ফিরে এলেন এবং তাঁর কাছে সাহায্য ভিক্ষা করলেন। ঈশ্বর মনঃশির প্রার্থনা গ্রাহ্য করলেন এবং তাঁকে জেরুশালেমে ফিরিয়ে নিয়ে গিয়ে আবার সিংহাসনে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে তাঁকে উত্তর দিলেন। ফলে প্রভু পরমেশ্বরই যে স্বয়ং তাঁদের আরাধ্য ঈশ্বর এ সম্বন্ধে তিনি সুনিশ্চিত হলেন।