পরের দিন ভোরে আসদোদের অধিবাসীরা দেখল, প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের সম্মুখে দাগোন উবুড় হয়ে পড়ে রয়েছে। তখন তারা দাগোনকে উঠিয়ে তার নিজের জায়গায় স্থাপন করল। কিন্তু তার পরের দিনও তারা ভোরে উঠে দেখল, প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের সম্মুখে দাগোন মাটিতে উবুড় হয়ে পড়ে রয়েছে, দাগোনের মুণ্ড ও দুই হাত ছিন্ন অবস্থায় চৌকাঠের উপর পড়ে আছে, দাগোনের ধড় টুকুই শুধু অবশিষ্ট।