শমুয়েল বললেন, তুমি নির্বোধের মত কাজ করেছ। তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশ তুমি পালন করনি। যদি করতে তাহলে তিনি ইসরায়েলের উপর তোমার রাজত্ব চিরস্থায়ী করতেন। কিন্তু এবার তোমার কর্তৃত্বের অবসান হবে, প্রভু পরমেশ্বর তাঁর মনের মত একজনকে নির্বাচন করে তাকেই নিজ প্রজাদের নেতারূপে প্রতিষ্ঠিত করবেন।