1
১ করিন্থীয় 8:6
পবিএ বাইবেল CL Bible (BSI)
তবুও আমাদের আরাধ্য ঈশ্বর এক, তিনি পিতা, তিনিই সকলের স্রষ্টা এবং আমাদের জীবনের লক্ষ্য। একজনই প্রভু, তিনি যীশু খ্রীষ্ট, তাঁর দ্বারাই সর্ববস্তুর অস্তিত্ব সম্ভব হয়েছে এবং আমাদের অস্তিত্বও তাঁরই জন্য।
Compare
Explore ১ করিন্থীয় 8:6
2
১ করিন্থীয় 8:1-2
প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য সম্বন্ধে তোমরা যা জানতে চেয়েছ সে বিষয়ে আমার বক্তব্য এই: আমরা জানি, আমাদের সকলেরই জ্ঞানবুদ্ধি আছে। তবে জ্ঞান মানুষকে গর্বিত করে, প্রেম মানুষকে গড়ে তোলে। যদি কারও ধারণা হয় যে এ বিষয়ে তার কিছু জ্ঞান আছে তবে বলতে হবে যা তার জানা দরকার, কিছুই সে জানে না।
Explore ১ করিন্থীয় 8:1-2
3
১ করিন্থীয় 8:13
সুতরাং কোনো খাদ্য যদি আমার ভ্রাতার বিঘ্নস্বরূপ হয় তাহলে সেই খাদ্য আমি কখনও গ্রহণ করব না, যেন আমার জন্য আমার ভ্রাতার পতন না হয়।
Explore ১ করিন্থীয় 8:13
4
১ করিন্থীয় 8:9
কিন্তু সাবধান, তোমাদের এই স্বাধীনতা যেন কোনও ভাবে দুর্বল চিত্ত লোকদের পক্ষে পতনের কারণ না হয়।
Explore ১ করিন্থীয় 8:9
Home
Bible
Plans
Videos