1
প্রকাশিত বাক্য। 17:14
পবিত্র বাইবেল O.V. (BSI)
তাহারা মেষশাবকের সহিত যুদ্ধ করিবে, আর মেষশাবক তাহাদিগকে জয় করিবেন, কারণ “তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা;” এবং যাঁহারা তাঁহার সহবর্ত্তী, আহূত ও মনোনীত ও বিশ্বস্ত, তাঁহারাও জয় করিবেন।
Compare
Explore প্রকাশিত বাক্য। 17:14
2
প্রকাশিত বাক্য। 17:1
পরে ঐ সপ্ত বাটি যাঁহাদের হস্তে ছিল, সেই সপ্ত দূতের মধ্যে এক জন আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইস, “বহু জলের উপরে বসিয়া আছে” যে ঐ মহাবেশ্যা, আমি তোমাকে তাহার বিচারসিদ্ধ দণ্ড দেখাই
Explore প্রকাশিত বাক্য। 17:1
3
প্রকাশিত বাক্য। 17:8
তুমি যে পশুকে দেখিলে, সে ছিল, কিন্তু নাই; সে অগাধলোক হইতে উঠিবে ও বিনাশে যাইবে। আর পৃথিবী-নিবাসী যত লোকের নাম জগতের পত্তনাবধি জীবন-পুস্তকে লিখিত হয় নাই, তাহারা যখন সেই পশুকে দেখিবে যে ছিল, এখন নাই, পরে হইবে, তখন আশ্চর্য্য জ্ঞান করিবে।
Explore প্রকাশিত বাক্য। 17:8
4
প্রকাশিত বাক্য। 17:5
আর তাহার ললাটে এই নাম লিখিত আছে, এক নিগূঢ়তত্ত্ব
Explore প্রকাশিত বাক্য। 17:5
Home
Bible
Plans
Videos