1
গীতসংহিতা । 91:2
পবিত্র বাইবেল O.V. (BSI)
আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, ‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’।
Compare
Explore গীতসংহিতা । 91:2
2
গীতসংহিতা । 91:1
যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্ব্বশক্তিমানের ছায়াতে বসতি করে।
Explore গীতসংহিতা । 91:1
3
গীতসংহিতা । 91:15
সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব; আমি সঙ্কটে তাহার সঙ্গে থাকিব; আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব।
Explore গীতসংহিতা । 91:15
4
গীতসংহিতা । 91:11
কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাঁহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন।
Explore গীতসংহিতা । 91:11
5
গীতসংহিতা । 91:4
তিনি আপন পালখে তোমাকে আবৃত করিবেন, তাঁহার পক্ষের নীচে তুমি আশ্রয় পাইবে; তাঁহার সত্য ঢাল ও তনুত্রাণস্বরূপ।
Explore গীতসংহিতা । 91:4
6
গীতসংহিতা । 91:9-10
‘হাঁ, সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়’। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ; তোমার কোন বিপদ ঘটিবে না, কোন উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না।
Explore গীতসংহিতা । 91:9-10
7
গীতসংহিতা । 91:3
হাঁ, তিনিই তোমাকে ব্যাধের ফাঁদ হইতে, ও সর্ব্বনাশক মারী হইতে রক্ষা করিবেন।
Explore গীতসংহিতা । 91:3
8
গীতসংহিতা । 91:7
পড়িবে তোমার পার্শ্বে সহস্র জন, তোমার দক্ষিণে দশ সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না।
Explore গীতসংহিতা । 91:7
9
গীতসংহিতা । 91:5-6
তুমি ভীত হইবে না—রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান শর হইতে, তিমির-বিহারী মারী হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে।
Explore গীতসংহিতা । 91:5-6
Home
Bible
Plans
Videos