1
গীতসংহিতা । 139:14
পবিত্র বাইবেল O.V. (BSI)
আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্য্যরূপে নির্ম্মিত; তোমার কর্ম্ম সকল আশ্চর্য্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে।
Compare
Explore গীতসংহিতা । 139:14
2
গীতসংহিতা । 139:23-24
হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর, আমার অন্তঃকরণ জ্ঞাত হও; আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও; আর দেখ, আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না, এবং সনাতন পথে আমাকে গমন করাও।
Explore গীতসংহিতা । 139:23-24
3
গীতসংহিতা । 139:13
বস্তুতঃ তুমিই আমার মর্ম্ম রচনা করিয়াছ; তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে।
Explore গীতসংহিতা । 139:13
4
গীতসংহিতা । 139:16
তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সে সকলের একটীও ছিল না।
Explore গীতসংহিতা । 139:16
5
গীতসংহিতা । 139:1
হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ।
Explore গীতসংহিতা । 139:1
6
গীতসংহিতা । 139:7
আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব?
Explore গীতসংহিতা । 139:7
7
গীতসংহিতা । 139:2
তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সঙ্কল্প বুঝিতেছ।
Explore গীতসংহিতা । 139:2
8
গীতসংহিতা । 139:4
যখন আমার জিহ্বাতে একটী কথাও নাই, দেখ, সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ।
Explore গীতসংহিতা । 139:4
9
গীতসংহিতা । 139:3
তুমি আমার পথ ও আমার শয়ন তদন্ত করিতেছ, আমার সমস্ত পথ ভালরূপে জান।
Explore গীতসংহিতা । 139:3
Home
Bible
Plans
Videos