1
হিতোপদেশ। 15:1
পবিত্র বাইবেল O.V. (BSI)
কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।
Compare
Explore হিতোপদেশ। 15:1
2
হিতোপদেশ। 15:33
সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শাসন, আর সম্মানের অগ্রে নম্রতা থাকে।
Explore হিতোপদেশ। 15:33
3
হিতোপদেশ। 15:4
স্বাস্থ্যজনক জিহ্বা জীবনবৃক্ষ; কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়।
Explore হিতোপদেশ। 15:4
4
হিতোপদেশ। 15:22
মন্ত্রণার অভাবে সঙ্কল্প সকল ব্যর্থ হয়; কিন্তু মন্ত্রিবাহুল্যে সে সকল সুস্থির হয়।
Explore হিতোপদেশ। 15:22
5
হিতোপদেশ। 15:13
আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে, কিন্তু মনের ব্যথায় আত্মা ভগ্ন হয়।
Explore হিতোপদেশ। 15:13
6
হিতোপদেশ। 15:3
সদাপ্রভুর চক্ষু সর্ব্বস্থানেই আছে, তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে।
Explore হিতোপদেশ। 15:3
7
হিতোপদেশ। 15:16
সদাপ্রভুর ভয়ের সহিত অল্পও ভাল, তবু উদ্বেগের সহিত প্রচুর ধন ভাল নয়।
Explore হিতোপদেশ। 15:16
8
হিতোপদেশ। 15:18
যে ব্যক্তি ক্রোধী, সে বিবাদ উত্তেজিত করে; কিন্তু যে ক্রোধে ধীর, সে বিবাদ ক্ষান্ত করে।
Explore হিতোপদেশ। 15:18
9
হিতোপদেশ। 15:28
ধার্ম্মিকের মন উত্তর করিবার নিমিত্ত চিন্তা করে; কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদগার করে।
Explore হিতোপদেশ। 15:28
Home
Bible
Plans
Videos