1
যিরমিয় ভাববাদীর পুস্তক। 8:22
পবিত্র বাইবেল O.V. (BSI)
গিলিয়দে কি তরুসার নাই? সেখানে কি চিকিৎসক নাই? তবে আমার জাতির কন্যা কেন স্বাস্থ্য লাভ করে নাই?
Compare
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 8:22
2
যিরমিয় ভাববাদীর পুস্তক। 8:4
তুমি তাহাদিগকে আরও বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, মনুষ্য পতিত হইলে কি আর উঠে না? বিপথে গেলে কি আর ফিরিয়া আইসে না?
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 8:4
3
যিরমিয় ভাববাদীর পুস্তক। 8:7
আকাশে হাড়গিলাও আপনার সময় জানে, এবং ঘুঘু, তালচোঁচ ও বক আপন আপন আগমনের কাল রক্ষা করে, কিন্তু আমার প্রজারা সদাপ্রভুর বিধান জানে না।
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 8:7
4
যিরমিয় ভাববাদীর পুস্তক। 8:6
আমি কর্ণপাত করিয়া শুনিলাম, কিন্তু তাহারা যথার্থ কথা কহিল না; কেহ আপন দুষ্টতার জন্য অনুতাপ করিয়া বলে না, ‘হায়, আমি কি করিলাম!’ অশ্ব যেমন ঊর্দ্ধশ্বাসে যুদ্ধে দৌড়িয়া যায়, তেমনি প্রত্যেক জন, আপন আপন ধাবন পথে ফিরে।
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 8:6
5
যিরমিয় ভাববাদীর পুস্তক। 8:9
জ্ঞানীরা লজ্জিত হইল, ব্যাকুল ও ধৃত হইল; দেখ, তাহারা সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছে, তবে তাহাদের জ্ঞান কি প্রকার?
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 8:9
Home
Bible
Plans
Videos