1
যিরমিয় ভাববাদীর পুস্তক। 50:34
পবিত্র বাইবেল O.V. (BSI)
তাহাদের মুক্তিদাতা বলবান্; ‘বাহিনীগণের সদাপ্রভু’ তাঁহার নাম; তিনি সম্পূর্ণরূপে তাহাদের বিবাদ নিষ্পন্ন করিবেন, যেন তিনি পৃথিবীকে সুস্থির করেন, ও বাবিল-নিবাসীদিগকে অস্থির করেন।
Compare
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 50:34
2
যিরমিয় ভাববাদীর পুস্তক। 50:6
আমার প্রজারা হারান মেষ হইয়া পড়িয়াছে, তাহাদের পালকগণ তাহাদিগকে ভ্রান্ত করিয়াছে, নানা পর্ব্বতে পথহারা করিয়া ফেলিয়াছে; উহারা পর্ব্বত হইতে উপপর্ব্বতে গমন করিয়াছে, আপনাদের শয়নস্থান ভুলিয়া গিয়াছে।
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 50:6
3
যিরমিয় ভাববাদীর পুস্তক। 50:20
সদাপ্রভু কহেন, সেই সময়ে ও সেই কালে ইস্রায়েলের অপরাধের অনুসন্ধান করা যাইবে, কিন্তু পাওয়া যাইবে না; এবং যিহূদার পাপসমূহের [অনুসন্ধান করা যাইবে], কিন্তু পাওয়া যাইবে না; কেননা আমি যাহাদিগকে অবশিষ্ট রাখি, তাহাদিগকে ক্ষমা করিব।
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 50:20
Home
Bible
Plans
Videos