ফরৌণ ঘসা পরাজয় করিবার পূর্ব্বে পলেষ্টীয়দের বিষয়ে যিরমিয় ভাববাদীর নিকটে সদাপ্রভুর যে বাক্য উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত। সদাপ্রভু এই কথা কহেন,
দেখ, উত্তরদিক্ হইতে জল উথলিয়া আসিতেছে,
তাহা প্লাবনকারী বন্যা হইয়া উঠিবে,
দেশ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু, নগর ও তন্নিবাসীদিগকে,
আপ্লাবিত করিবে, তাহাতে লোকেরা ক্রন্দন করিবে,
দেশনিবাসীরা সকলে হাহাকার করিবে।