যতবার আমি কথা কহি, ততবার চেঁচাইয়া উঠি;
দৌরাত্ম্য ও লুটপাট বলিয়া চেঁচাই;
সদাপ্রভুর বাক্য প্রযুক্ত সমস্ত দিন আমাকে টিটকারি দেওয়া
ও বিদ্রূপ করা হয়।
যদি বলি, তাঁহার বিষয় আর উল্লেখ করিব না,
তাঁহার নামে আর কিছু কহিব না,
তবে আমার হৃদয়ে যেন দাহকারী অগ্নি অস্থিমধ্যে রুদ্ধ হয়;
তাহা সহ্য করিতে করিতে আমি ক্লান্ত হইয়া পড়ি,
আর তিষ্ঠিতে পারি না।