সদাপ্রভু এই কথা কহেন,
যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে,
মাংসকে আপনার বাহু জ্ঞান করে,
ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়,
সে শাপগ্রস্ত।
সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ হইবে,
মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না,
কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে
ও নিবাসীহীন লবণ-ভূমিতে বাস করিবে।