1
যিরমিয় ভাববাদীর পুস্তক। 13:23
পবিত্র বাইবেল O.V. (BSI)
কূশীয় কি আপন ত্বক্, কিম্বা চিতাবাঘ কি আপন চিত্রবিচিত্র পরিবর্ত্তন করিতে পারে? তাহা হইলে দুষ্কর্ম্ম অভ্যাস করিয়াছ যে তোমরা, তোমরাও সৎকর্ম্ম করিতে পারিবে।
Compare
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 13:23
2
যিরমিয় ভাববাদীর পুস্তক। 13:16
তোমরা সময় থাকিতে আপনাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব স্বীকার কর, নতুবা তিনি অন্ধকার উপস্থিত করিবেন, আর তিমিরাচ্ছন্ন পর্ব্বতমালায় তোমাদের চরণে উছোট লাগিবে, এবং তোমরা আলোর অপেক্ষা করিলে তিনি তাহা মৃত্যুচ্ছায়াতে পরিণত করিবেন, ঘোর অন্ধকারস্বরূপ করিবেন।
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 13:16
3
যিরমিয় ভাববাদীর পুস্তক। 13:10
এই যে দুষ্ট জাতি আমার কথা শুনিতে অস্বীকার করে, আপন আপন হৃদয়ের কঠিনতা অনুসারে চলে, এবং অন্য দেবগণের সেবা ও তাহাদের কাছে প্রণিপাত করিবার জন্য তাহাদের অনুগামী হয়, তাহারা এই পটিকার ন্যায় হইবে, যাহা কোন কার্য্যের যোগ্য নয়।
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 13:10
4
যিরমিয় ভাববাদীর পুস্তক। 13:15
তোমরা শুন, কর্ণপাত কর, অহঙ্কার করিও না, কেননা সদাপ্রভু কথা বলিয়াছেন।
Explore যিরমিয় ভাববাদীর পুস্তক। 13:15
Home
Bible
Plans
Videos