হে যিরূশালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরিগণকে নিযুক্ত করিয়াছি;
তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না।
তোমরা, যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাক,
তোমরা ক্ষান্ত থাকিও না, এবং তাঁহাকেও ক্ষান্ত থাকিতে দিও না,
যে পর্য্যন্ত তিনি যিরূশালেমকে স্থাপন না করেন,
ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন।