মনুষ্য অপেক্ষা তাঁহার আকৃতি,
মানব-সন্তানগণ অপেক্ষা তাঁহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাঁহার বিষয়ে হতবুদ্ধি হইত,
তেমনি তিনি অনেক জাতিকে চকিত করিবেন,
তাঁহার সম্মুখে রাজারা মুখ বদ্ধ করিবে; কেননা তাহাদের কাছে যাহা বলা হয় নাই,
তাহারা তাহা দেখিতে পাইবে; তাহারা যাহা শুনে নাই,
তাহা বুঝিতে পারিবে।