1
যিশাইয় ভাববাদীর পুস্তক। 38:5
পবিত্র বাইবেল O.V. (BSI)
যাও, হিষ্কিয়কে বল, তোমার পিতৃপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম; আমি তোমার নেত্রজল দেখিলাম; দেখ, আমি তোমার আয়ু পনর বৎসর বৃদ্ধি করিব
Compare
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 38:5
2
যিশাইয় ভাববাদীর পুস্তক। 38:3
হে সদাপ্রভু, বিনয় করি, তুমি এখন স্মরণ কর; আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্র চিত্তে চলিয়াছি, এবং তোমার দৃষ্টিতে যাহা ভাল, তাহাই করিয়াছি। আর হিষ্কিয় অতিশয় রোদন করিতে লাগিলেন।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 38:3
3
যিশাইয় ভাববাদীর পুস্তক। 38:17
দেখ, আমার শান্তির নিমিত্তই আমার তিক্ততা, তিক্ততা উপস্থিত হইল; কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করিলে, তুমি ত আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 38:17
4
যিশাইয় ভাববাদীর পুস্তক। 38:1
তৎকালে হিষ্কিয়ের সাংঘাতিক পীড়া হইয়াছিল। আর আমোসের পুত্র যিশাইয় ভাববাদী তাঁহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটীর ব্যবস্থা করিয়া রাখ, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না।
Explore যিশাইয় ভাববাদীর পুস্তক। 38:1
Home
Bible
Plans
Videos