আর সদাপ্রভুর আত্মা—প্রজ্ঞার ও বিবেচনার আত্মা,
মন্ত্রণার ও পরাক্রমের আত্মা,
জ্ঞানের ও সদাপ্রভুভয়ের আত্মা—তাঁহাতে অধিষ্ঠান করিবেন;
আর তিনি সদাপ্রভুর-ভয়ে আমোদিত হইবেন ।
তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করিবেন না,
কর্ণের শ্রবণানুসারে নিষ্পত্তি করিবেন না