1
আদিপুস্তক 46:3
পবিত্র বাইবেল O.V. (BSI)
তখন তিনি কহিলেন, আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর; তুমি মিসরে যাইতে ভয় করিও না, কেননা আমি সেই স্থানে তোমাকে বৃহৎ জাতি করিব।
Compare
Explore আদিপুস্তক 46:3
2
আদিপুস্তক 46:4
আমিই তোমার সঙ্গে মিসরে যাইব, এবং আমিই তথা হইতে তোমাকে ফিরাইয়াও আনিব, আর যোষেফ তোমার চক্ষে হস্তার্পণ করিবে।
Explore আদিপুস্তক 46:4
3
আদিপুস্তক 46:29
তখন যোষেফ আপন রথ সাজাইয়া গোশনে আপন পিতা ইস্রায়েলের সহিত সাক্ষাৎ করিতে গেলেন; আর তাঁহাকে দেখা দিয়া তাঁহার গলা ধরিয়া অনেকক্ষণ রোদন করিলেন।
Explore আদিপুস্তক 46:29
4
আদিপুস্তক 46:30
তখন ইস্রায়েল যোষেফকে কহিলেন, এখন স্বচ্ছন্দে মরিব, কেননা তোমার মুখ দেখিতে পাইলাম, তুমি এখনও জীবিত আছ।
Explore আদিপুস্তক 46:30
Home
Bible
Plans
Videos