1
যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 4:4-5
পবিত্র বাইবেল O.V. (BSI)
পরে তুমি বাম পার্শ্বে শয়ন করিয়া ইস্রায়েল-কুলের অপরাধ তাহার উপরে রাখ; যতদিন তুমি তাহাতে শয়ন করিবে, ততদিন তাহাদের অপরাধ বহন করিবে। আমি তাহাদের অপরাধ বৎসরের সংখ্যা তোমার জন্য দিনের সংখ্যা, অর্থাৎ তিনশত নব্বই দিন রাখিলাম; এইরূপে তুমি ইস্রায়েল-কুলের অপরাধ বহন করিবে।
Compare
Explore যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 4:4-5
2
যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 4:6
সেই সকল সমাপ্ত করিলে পর তুমি আপন দক্ষিণ পার্শ্বে শয়ন করিবে, এবং যিহূদা-কুলের অপরাধ বহন করিবে; আমি চল্লিশ দিন, এক এক বৎসরের নিমিত্ত এক এক দিন, তোমার জন্য রাখিলাম।
Explore যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 4:6
3
যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 4:9
আর তুমি আপনার কাছে গোম, যব, মাষ, মসুরি, কঙ্গু ও জনরা, লইয়া সকলই এক পাত্রে রাখ এবং তাহা দ্বারা রুটী প্রস্তুত কর; যতদিন পার্শ্বে শয়ন করিবে, ততদিন, অর্থাৎ তিনশত নব্বই দিন, তাহা ভোজন করিও।
Explore যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 4:9
Home
Bible
Plans
Videos