1
যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 33:11
পবিত্র বাইবেল O.V. (BSI)
তুমি তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই; বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, [ইহাতেই আমার সন্তোষ]। তোমরা ফির, আপন আপন কুপথ হইতে ফির; কারণ, হে ইস্রায়েল-কুল, তোমরা কেন মরিবে?
Compare
Explore যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 33:11
2
যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 33:7
হে মনুষ্য-সন্তান, আমি তোমাকেই হে ইস্রায়েল-কুলের প্রহরী নিযুক্ত করিলাম; অতএব তুমি আমার মুখে বাক্য শ্রবণ কর, ও আমার নামে তাহাদিগকে সচেতন কর।
Explore যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 33:7
3
যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 33:9
পরন্তু তুমি সেই দুষ্টকে তাহার পথ হইতে ফিরাইবার জন্য তাহার পথের বিষয়ে সচেতন করিলে যদি সে আপন পথ হইতে না ফিরে, তবে সে নিজ অপরাধ প্রযুক্ত মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে।
Explore যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 33:9
4
যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 33:6
কিন্তু সেই প্রহরী খড়্গ আসিতে দেখিলে যদি তূরী না বাজায়, এবং লোকদিগকে সচেতন করা না হয়, আর যদি খড়্গ উপস্থিত হয় ও তাহাদের মধ্যে কোন প্রাণীকে সংহার করে, তবে তাহার অপরাধ প্রযুক্ত তাহার সংহার হইবে, কিন্তু আমি সেই প্রহরীর হস্ত হইতে তাহার রক্তের পরিশোধ লইব।
Explore যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 33:6
5
যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 33:5
সে তূরীর শব্দ শুনিয়াও সচেতন হয় নাই; তাহার রক্ত তাহারই উপরে বর্ত্তিবে; যদি সচেতন হইত, তবে প্রাণ বাঁচাইতে পারিত।
Explore যিহিষ্কেল ভাববাদীর পুস্তক। 33:5
Home
Bible
Plans
Videos