1
যাত্রাপুস্তক 23:25-26
পবিত্র বাইবেল O.V. (BSI)
তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও; তাহাতে তিনি তোমার অন্নজলে আশীর্ব্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না, এবং কেহ বন্ধ্যা হইবে না; আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব।
Compare
Explore যাত্রাপুস্তক 23:25-26
2
যাত্রাপুস্তক 23:20
দেখ, আমি পথে তোমাকে রক্ষা করিতে, এবং আমি যে স্থান প্রস্তুত করিয়াছি, সেই স্থানে তোমাকে লইয়া যাইতে তোমার অগ্রে অগ্রে এক দূত প্রেরণ করিতেছি।
Explore যাত্রাপুস্তক 23:20
3
যাত্রাপুস্তক 23:22
কিন্তু তুমি যদি নিশ্চয় তাঁহার রবে অবধান কর, এবং আমি যাহা যাহা বলি, সে সমস্ত কর, তবে আমি তোমার শত্রুদের শত্রু ও তোমার বিপক্ষদের বিপক্ষ হইব।
Explore যাত্রাপুস্তক 23:22
4
যাত্রাপুস্তক 23:2-3
তুমি দুষ্কর্ম্ম করিতে বহু লোকের পশ্চাদ্বর্ত্তী হইও না, এবং বিচারে অন্যায় করণার্থে বহু লোকের পক্ষ হইয়া প্রতিবাদ করিও না। দরিদ্রের বিচারে তাহারও পক্ষপাত করিও না।
Explore যাত্রাপুস্তক 23:2-3
5
যাত্রাপুস্তক 23:1
তুমি মিথ্যা জনরব উত্থাপন করিও না; অন্যায় সাক্ষী হইয়া দুর্জনের সহায়তা করিও না।
Explore যাত্রাপুস্তক 23:1
Home
Bible
Plans
Videos